Posts

Showing posts with the label শিক্ষা

টেকনাফের সকল ছাত্র/ছাত্রীদের সু-খবর “শিক্ষার নতুন মুখ দেখা গেলো টেকনাফে"।

Image
শিক্ষা জাতির মেরুদন্ড  টেকনাফ টেকনিক্যাল  স্কুল এন্ড কলেজ , টেকনাফ , কক্সবাজার।  ঠিকানা: টেকনাফ বিজিবি রোড নতুন পল্লান পাড়া।  বিবরণ:এক সাথে তিনটি ভবন, ৪তালা দুইটি , ৫তালা একটি। কাজ চলমান কাজ চলমান কাজ চলমান কাজ চলমান

টেকনাফে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল ভাবে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এলো এবার লম্বরী মলকাবানু হাই স্কুল।

Image

শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে লম্বরী মলকাবানু হাই স্কুল

Image
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় । যা ১৯৯৪ সালে স্থাপিত হয়। টেকনাফ এবং উখিয়ার দুই আসনের সংসদ সদস্য এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুর রহমান বদি তার মরহুম মাতা মলকাবানুর নাম অনুসারে এই বিদ্যালয়ের নাম রাখা হয়। আলহাজ্ব আব্দুর রহমান বদি র্বতমানে অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে রয়েছেন। বিদ্যালয়টি স্থাপনের পর টেকনাফে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নতির দিকে চলে এসেছে । প্রতি বছর এ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৯০% পাশের হার নিশ্চিত করেছে। এছাড়া প্রতি বছর এ বিদ্যালয় খেলাধুলা , বির্তক প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান দিক দিয়ে অন্যান্য প্রতিষ্ঠান থেকে এগিয়ে রয়েছে । বর্তমানে এ বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। মোট শ্রেনি কক্ষ ১৮ টি , কম্পিউটার ল্যাব ১ একটি , সাইন্স ল্যাব একটি , ডিবিডিং ক্লাব ১ টি রয়েছে। বর্তমানে এ বিদ্যালয়ে ১০২৩ জন ছাত্র-ছাত্রী এবং ১৬ জন শিক্ষক-শিক্ষিকা রয়েছে।